বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে—‘সবার আগে বাংলাদেশ’।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, একে ‘দেশের মানুষের সিদ্ধান্ত’ বলে মনে করছেন তারেক রহমান।
বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা এখন দিল্লিতে, একবছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা চলছে। বিএনপি ক্ষমতায় গেলে সম্পর্কোন্নয়নে পদক্ষেপ নেবে কি না।
জবাবে তারেক রহমান বলেন, 'এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।’
বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিবিসি বাংলা জানতে চেয়েছিল, বিএনপি যদি সরকার গঠন করে, তখন কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কী হবে? উত্তরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এই স্বার্থ বিবেচনা করে এবং একে অটুট রেখেই বাকি সবকিছু।'
তারেক রহমানের সঙ্গে বিবিসি বাংলার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব মঙ্গলবার সকালে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। এতে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির ভাবনা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক নদীর পানির হিস্যা, এক এগারো সরকারসহ সমসাময়িক বিষয়ে তার ভাবনা উঠে এসেছে।
এর আগে সোমবার এই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়। ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত তারেক রহমান দেড় যুগের মধ্যে এই প্রথম কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।
বিডি-প্রতিদিন/শআ