নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা আমাদের বর্তমান অধিদপ্তরেই থাকতে চাই। অন্য কোনো দপ্তরের অধীনে যেতে রাজি নই।”
তারা সরকারের প্রস্তাবিত পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন—সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, শিরিন আক্তার, ফারজানা বেগম, কামাল হোসেন ও জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা আরও বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড, তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নার্সদের মতামত নেওয়া জরুরি।
বিডি-প্রতিদিন/আশফাক