শিরোনাম
২১ এপ্রিল, ২০১৯ ০২:৩৩

এবার বিশ্বকাপ জয়ে বেয়ারস্টোর চমকের তালিকায় নেই বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

এবার বিশ্বকাপ জয়ে বেয়ারস্টোর চমকের তালিকায় নেই বাংলাদেশ!

আসন্ন বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় চমক হিসেবে আফগানিস্তানের কথা উল্লেখ করলেও বাংলাদেশের নামটি মুখে নেননি ইংল্যান্ডের উইকেট-রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। 

এদিকে, ক্রিকেটবোদ্ধাদের বেশির ভাগই এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন। কারণ, একদিকে নিজেদেরে ঘরের মাঠে বিশ্বকাপ অন্যদিকে আইসিসির র‌্যাংকিংয়ে সবার ওপরে নামও ইংল্যান্ডের। আর ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ের সম্ভাবনার অনেকটা অংশ জুড়ে রয়েছেন জনি বেয়ারস্টো। 

২৯ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান নিজেও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও দেখছেন। বর্তমানে জনি বেয়ারস্টোর সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল খেলছেন। আগামী ২৩ তারিখ ইংল্যান্ডের বিশ্বকাপ শিবিরে যোগ দিতে ভারত ছাড়বেন তিনি। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এই অন্যতম ভরসার প্রতীক জানিয়েছেন, কে বিশ্বকাপ জিতবে তা বলা কঠিন। তবে বিশ্বকাপে চমকে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। যদিও যেকোনো দলই চমকে দিতে পারে। আবার ওয়েস্ট ইন্ডিজ যেকোনো জায়গা থেকে ম্যাচ জিতে যেতে পারে। এরপর আফগানিস্তান, যাদের ৩০-৪০ ওভার বলই করে স্পিনাররা।

এদিকে, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড নেই ইমরুল কায়েস এবং তাসকিন আহমেদ। তবে দলে জায়াগা পেয়েছেন আলোচনায় থাকা সৌম্য সরকার।
বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

৩০ মে দ্যা ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরটির। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর