১৭ জুন, ২০১৯ ০৯:৪৫

বাংলাদেশের পথের কাঁটা শাই হোপ?

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পথের কাঁটা শাই হোপ?

বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ইংল্যান্ডের ছোট শহর টনটনে শুরু হবে।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত বিশ্বকাপের সমীকরণে একই অবস্থানে আছে বাংলাদেশ ও ক্যারিবিয়ান দলটি।

তবে গত ১ বছরের পরিসংখ্যানে অনেক এগিয়ে বাংলাদেশ।

গেল এক বছরে ৯ দেখায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭টিতে জয় আছে বাংলাদেশের। প্রভিডেন্স থেকে ঢাকা-সিলেট কিংবা ডাবলিন। সবখানেই ক্যারিবীয়দের শাসন করেছে টাইগাররা। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল তো এখনো স্মৃতিতে জ্বলজ্বল করছে।

কিন্তু আক্ষেপের বিষয় হলো, বিশ্বকাপে এই দলটার বিপক্ষে কখনো জয়ের দেখা পায়নি টাইগাররা।

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। আর বোলিংয়ে টাইগার ক্যাপ্টেন মাশরাফি ৩০ উইকেট নিয়ে স্থান করে নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর। 

অন্যদিকে, বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন শাই হোপ, গেইলরা। আর বোলিং-এ কেমার রোচ কিংবা জেসন হোল্ডার।
ক্রিস গেইলকে নিয়ে ভাবতে হয় যেকোনো প্রতিপক্ষকে। এক সেঞ্চুরিতে ৬৬১ রান করা এই ব্যাটিং দানব এবারো আলোচনার কেন্দ্রে। 

তবে গেইলকে ছাপিয়ে আবারো টাইগার বোলারদের পথের কাঁটা হয়ে উঠতে পারেন শাই হোপ। ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন। ওডিআই'তে তার ৬ সেঞ্চুরির ৩টিই বাংলাদেশের বিপক্ষে। ৯৪.৫৭ গড়ে ৬৬২ রান করেছেন মাত্র ৯ ম্যাচ খেলেই।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর