২৬ জুন, ২০১৯ ০৪:৩৫

ধোনির সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন শচীন

অনলাইন ডেস্ক

ধোনির সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন শচীন

ফাইল ছবি

আফগানিস্তান ম্যাচে স্লো ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছেন। স্বয়ং শচীন টেন্ডুলকার বিরক্ত ধোনির উপর। প্রয়োজনের সময় দলের রান বাড়াতে পারেননি। ৫২ বলে মাত্র ২৮ করেছিলেন ধোনি। এমনকি ধোনি-কেদারের জুটিতে যে রানের গতি কমে গিয়েছিল, সেটাও মনে করিয়ে দিয়েছেন শচীন। 

তিনি বলেছিলেন, ‘‌আমি বেশ হতাশ। আরও ভাল হতে পারত। ধোনি-কেদারের জুটিতে দ্রুত রান ওঠেনি। ৩৪ ওভার স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলে রান উঠেছে মাত্র ১১৯। এই জায়গায় ভাল খেলতে পারেনি দল। পজিটিভ কিছু পাওয়া যায়নি।’‌ 

শচীনের এই মন্তব্যে ধোনি ভক্তরা বিরক্ত হয়েছেন। তারা সোশ্যাল মিডিয়ায় শচীনের সমালোচনা করেছেন। ধোনি ভক্তরা শচীনের সঙ্গে তুলনাও শুরু করেছেন। এক ভক্ত শচীনকে ট্রোলড করে বলেছেন, ‘‌আমার কাছে ধোনি মানে শচীন।’‌ আর একজন বলেছেন, ‘‌২০০৩ বিশ্বকাপে শচীন ৬৭৩ রান করেছিল। ধোনি ২০০৭, ১১, ১৫ এবং ২০১৯ বিশ্বকাপে আফগান ম্যাচ পর্যন্ত করেছে ৫৯৭ রান।’‌ 

আর একজন দুটো ছবি পোস্ট করেছেন। একটা ধোনির বায়োপিক এমএস ধোনি:‌ দ্য আনটোল্ড স্টোরি। সঙ্গে ছবিতে দেখিয়েছেন, ধোনির বায়োপিক দেখতে দর্শকদের ভিড়। আবার অন্য একটি ছবি পোস্ট করে বলা হয়েছে, শচীন:‌ অ্যা বিলিয়ন ড্রিমস। সেই ছবিতে গ্যালারিতে দর্শকই নেই।’‌ 

আর এক ধোনি ভক্ত বলেছেন, ‘‌২০১১ ফাইনালে ধোনির দুরন্ত ইনিংসের জন্যই ভারত বিশ্বকাপ জিতেছিল। শচীনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন সফল হয়েছিল। শচীন ভাবছে, খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিল। ১৯৯০ এর মাঝামাঝি শচীনের ব্যাটেও রান ছিল না। আর ধোনির একদিনের ক্রিকেটে স্ট্রাইক রেট ৯০ এর কাছে।’‌  


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর