বিশ্বকাপে অপরিবর্তিত একাদশের রেকর্ড গড়েছে কিউইরা। এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে একাদশ ঘোষণার পর দেখা যায় টানা ছয় ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেন উইলিয়ামসনরা।
বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে একবার ঘটেছে। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকা টানা ছয়টি ম্যাচ খেলেছিল একই একাদশ নিয়ে।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যাটনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অন্যদিকে পাকিস্তানের নিজেদের সবশেষ ছয় ম্যাচের মধ্যে এই প্রথম টানা দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
পাকিস্তান একাদশ 
ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমীর, শাহীন আফ্রিদি।
বিডি প্রতিদিন/২৬ জুন, ২০১৯/আরাফাত
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        