আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে। যে দলে সুযোগ হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। এবার শচীন টেন্ডুলকার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন। শচীনের সেরা বিশ্বকাপ একাদশে পাঁচ ভারতীয় থাকলেও সুযোগ পাননি মহেন্দ্র সিং ধোনি।
শচীনের দলে আছেন রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরা।
শচীনের দলে রোহিতের সঙ্গে ওপেন করবেন বেয়ারস্টো। তিন নম্বরে তিনি রেখেছেন কিউয়ি অধিনায়ককে। চারে বিরাট। শচীন তার সেরা একাদশে চারজন অলরাউন্ডারকে রেখেছেন। তবে শচীনের দল নিয়ে কয়েকটা প্রশ্ন উঠেছে।
বেয়ারস্টোকে উইকেটরক্ষক হিসেবে রেখেছেন শচীন। কিন্তু বিশ্বকাপে বেয়ারস্টোকে উইকেটের পিছনে দেখা যায়নি। রবীন্দ্র জাদেজা মাত্র দুটি ম্যাচ খেলেই সেরা একাদশে ঢুকে পড়েছেন। যদিও জাদেজা দুটি ম্যাচেই দারুণ খেলেছেন। আর ধোনিকে যে শচীন রাখবেন না তা অনেকটাই নিশ্চিত ছিল। ধোনির স্লো ব্যাটিং নিয়ে সরব ছিলেন শচীন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ