সরাসরি অনুষ্ঠানেই পদত্যাগের ঘোষণা দিলেন রাশিয়া টুডে টিভির উপস্থাপিকা লিজ ভাল। ইউক্রেনে পুতিনের হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার অনুষ্ঠান চলাকালীন সময়ে তিনি এ ঘোষণা দেন।
লিজ রাশিয়া টুডের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক করেসপন্ডেন্ট ছিলেন। পদত্যাগের ঘোষণাকালে তিনি বলেন, রাশিয়া সরকারের অর্থায়নে পরিচালিত হয় এমন কোনো নেটওয়ার্কের (টিভি) অংশ হয়ে আমি থাকতে চাই না।
তিনি বলেন, “মার্কিনি হয়ে আমি গর্বিত। সত্য প্রচারে আমি বিশ্বাসী। মিথ্যাচারের অংশ হয়ে থাকতে চাই না বলেই আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”
এরমাত্র দু’দিন আগে একই টিভির উপস্থাপিকা অ্যাবে মার্টিন এক অনুষ্ঠানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ করেন।