বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিবুন্নবী খান সোহেল জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আসেন।
তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিকট সালাম পৌঁছে দেন।
জামায়াত আমিরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়, জামায়াত আমির বর্তমানে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। সংশ্লিষ্ট ডাক্তারগণ উনার সাথে স্বশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও বলা হয়, আল-হামদুলিল্লাহ আমিরে জামায়াতের জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাঁকে তরল খাবারও দেওয়া হয়েছে। ডাক্তারগণ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন