শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

চড়ুই পাখির ছানা

শারমিন সুলতানা রীনা

চড়ুই পাখির দুটি ছানা

খুড়- কুটোতে থাকে

মা পাখিটা বুকের ভিতর

আগলে তাদের রাখে।

 

কিচির মিচির ভাষায় তাদের

কথা যে হয় কতো

হাজার রকম বায়না আছে

মায়ের কাছে যতো।

 

ধীরে ধীরে ছানাদের ও

পালক ওঠে গায়ে

বাচ্চা দুটো হাঁটতে শেখে

ভর করে দু’পায়ে।

 

মায়ের সাথে দূর আকাশে

উড়বে মনে সাধ

হঠাৎ কিছু দুষ্ট ছেলে

দেয় খুশিতে বাঁধ।

 

বাচ্চা নিয়ে পালায় তারা

মায়ের অগোচরে

ছানার শোকে মা পাখিটা

আর ফেরেনা ঘরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর