আকাশের নীলে নীলে
সাদা মেঘ ভাসে,
শরৎ এসেছে তাই
ফুলকলি হাসে।
নদী তীরে সারি সারি
সাদা সাদা বক,
শরতের সোনা রোদ
করে ঝকমক।
গাছে গাছে ঝাকে ঝাকে
শিউলিরা ফোটে,
ভোরবেলা খোকা খুকু
দলবেধেঁ ছোটে।
থোকা থোকা কাশ ফুল
ঢেউ তুলে নাচে,
এভাবেই শরতের
সুখগুলো বাঁচে।