টিয়াপাখি, টিয়াপাখি
কোথায় তোমার বাড়ি?
কে পরালো তোমার গাঁয়ে
সবুজরঙা শাড়ি?
কে রাঙালো তোমার দু’ঠোট
টুকটুকে লাল করে,
তোমায় দেখি মুগ্ধ চোখে
পলক নাহি পড়ে।
কী অপরূপ দেখতে তুমি
কণ্ঠে মধুর গান,
মিষ্টি সুরের মূর্ছনাতে
জুড়াও মন ও প্রাণ।
তুমি আমার বন্ধু হবে
খেলবে আমার সাথে?
আমার পাশে শুয়ে শুয়ে
গান শোনাবে রাতে?