খুকির আছে পোষা প্রাণী
একটি বিড়াল ছানা
নাদুস নুদুস দেখতে ভালো
নরম গতর খানা।
দুধ পেলে সে মহাখুশি
চুকচুক করে খায়
মাছের কাটা মাংস পেলে
ভীষণ মজা পায়।
খুকির সাথে খেলা করে
এদিক ওদিক ছুটে
পিছে পিছে ঘুরলে খুকির
হাসির রেখা ফুটে।
খুকি ডাকে পুষি পুষি
আয় না কোলের কাছে
বিড়াল ছানা মিউমিউ করে
লেজ নাড়িয়ে নাচে।