ইয়াবড় এক মাঠ পেরিয়ে
চললে খানিক পথ
সেখানটাতে হাট বসে রোজ
হাতি টানে রথ।
তার পাশে এক নদী আছে
শীত বা বরষায়
নানান রঙের পাল তোলা নাও
ভাটির দেশে যায়।
সেই নায়েতে চড়ে চড়ে
চললে খানিক দূর
আঁকা বাঁকা নদীর তীরে
মিলবে মাধবপুর।
সেই গেরামে মামার বাড়ি
যাচ্ছি আমি আজ
যাও যদি মা আমার সঙ্গে
জলদি সারো কাজ।