ফুল পাখিদের মেলা বসে
রূপের বাংলাদেশে।
সূর্য দেখো আলো ছড়ায়
মিষ্টি মধুর হেসে।
নদীর উপর বয়ে চলে
নৌকা সারি সারি।
নদীর কাছে সবুজ গ্রাম
মাটির ছোট্ট বাড়ি।
সেই বাড়িটি আমার বাড়ি
আমার শান্তি ছায়া।
গ্রামের মানুষ সহজ সরল
আছে ওদের মায়া।
ওদের মায়ায় পাখির গানে
দিন কেটে যায় বেশ।
সবুজ শ্যামল বাংলা আমার
ফুল পাখিদের দেশ।