এই প্রকৃতির রূপে যেন
রঙের লীলাখেলা
ফুল পাখিদের দেখে দেখে
কাটে আমার বেলা।
কৃষ্ণচূড়া দেখলে ভাবি
রং ছড়াচ্ছে ডালে,
সুভাস ছড়ায় আমের মুকুল
বসন্তেরই কালে।
সন্ধ্যাবেলায় পাখপাখালি
ডাকে মধুর সুরে,
ভাবতে গেলেই যাই হারিয়ে
মনটা অচিনপুরে।
কৃষক হাসে এই না মাসে
নতুন ফসল পেয়ে,
আমি শুধুই দেখছি এসব
অবাক চোখে চেয়ে।