পুঁটির কথায় তেলাপিয়া
নাড়ে চাড়ে লাঠি
ব্যথা পেয়ে শোলের পোনা
তেড়ে মারে খুঁটি।
লাঠি গিয়ে পড়লো এবার
কুনো ব্যাঙের ঘাড়ে
রাগের মাথায় কুনো ব্যাঙে
শোলকে ধরে মারে।
জলের তলে হই হুল্লোড়ে
আঁতকে উঠে কাতল
কি হয়েছে কিসের জন্যে
করো আবোল তাবোল।
জলের তলে গন্ডগোলে
হাসছে বসে পুঁটি
এমন সময় লাগলো এসে
কপালে তার খুঁটি।