নতুন বছর নিয়ে আসুক
এমন কিছু বর,
অভাব ঘুচে স্বাচ্ছন্দ্য হোক
দেশের প্রতি ঘর।
কেটে যাক সবার সমস্ত
বিপদ ঝন্ডা ঝড়,
মিলিয়ে যাক সকল রকম
মনের শংকা ডর।
মুছে যাক সকল গ্লানি
শান্তি করুক ভর,
মজবুত হোক মনের ভিত
থাকলে নড়বড়।
মনের আশা করুক পূর্ণ
যতো নারী নর,
সবাই হবে সবার আপন
থাকবেনা কেউ পর।