কালকে হবে চড়ুইভাতি
প্রতিবেশীর সনে,
তাইনা শুনে খোকা খুকির
খুব আনন্দ মনে।
খোকা খুকি সবাই মিলে
বলবে সবার তরে,
বৌ-ঝিয়েরা রাঁধবে বসে
ছোট্ট কুঁড়ে ঘরে।
হাসি মজার জমবে আসর
চড়ুইভাতির দিনে,
গান গাইবে খোকা খুকি
মাইক এনেছে কিনে।
কোরমা পোলাও রান্না হবে
সবাই খাবে সুখে,
চড়ুইভাতি এলেই সবার
হাসি ফুটে মুখে।