ঐ যে বানর পান খেয়েছে
মুখ করেছে লাল,
ঐ যে দেখো
কুমিরগুলো
বুনছে সুতোর জাল।
ঐ যে দেখো হাতিগুলো
বাজায় বসে বীণ,
ভালুকরা সব
নাচ ধরেছে
তাক ধিনাধিন ধিন!
ঐ যে বানর পান খেয়েছে
মুখ করেছে লাল,
ঐ যে দেখো
কুমিরগুলো
বুনছে সুতোর জাল।
ঐ যে দেখো হাতিগুলো
বাজায় বসে বীণ,
ভালুকরা সব
নাচ ধরেছে
তাক ধিনাধিন ধিন!