উঠোন জুড়ে করছে খেলা
অনিক, পারুল, টুটুল,
তাদের হাতে ছোট্ট একটি
কালো রঙের পুতুল।
শাড়ি পরায় চুরি পরায়
সাজায় কালি দিয়ে,
তাদের মাঝে হইচই
পুতুল বিয়ে নিয়ে।
দিচ্ছে তারা পুতুল বিয়ে
গাছের পাতার সাথে,
গাছ থেকে যে শুকনো পাতা
পড়েছিল রাতে।
আমরা যে-মন নিজের মতো
নানান মজায় মাতি,
ঠিক তেমনি ছোট্ট পুতুল
ওদের খেলার সাথী।