সাদা ভূত কালো ভূত
পচা ভূত ভালো ভূত
রোগা ভূত মোটা ভূত
বড় ভূত ছোটা ভূত
পেঁচা ভূত পেঁচি ভূত
কেঁচো ভূত কেঁচি ভূত
মেছো ভূত
গেছো ভূত
মেসো ভূত পিসি ভূত
ঝেঁয়ো ভূত নিষি ভূত
শোয়া ভূত হাঁটা ভূত
আর গলা কাটা ভূত...
ভূত থাকে কত দূর?
ওই রূপকথাপুর!
ভূত কই? কত দূরে?
ভূতপুরে। ভূতপুরে।
ভূতপূর কোন দেশে,
মন দেশে মন দেশে।