ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নম্বর বিসকা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার উপজেলার বিসকা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই