আম জাম কাঁঠাল বেল,
শশা কলা তাল নারিকেল।
আপেল আঙুর আনারস কুল,
কমলা বড়ই জলপাই তেঁতুল।
ভালো ফল যতো পাও,
পেট ভরে ততো খাও।
খাও যদি কাঁচা ফল,
তোমার রক্ত করবে টলমল।
আম জাম কাঁঠাল বেল,
শশা কলা তাল নারিকেল।
আপেল আঙুর আনারস কুল,
কমলা বড়ই জলপাই তেঁতুল।
ভালো ফল যতো পাও,
পেট ভরে ততো খাও।
খাও যদি কাঁচা ফল,
তোমার রক্ত করবে টলমল।