দিলাম এঁকে লম্বা মাথা
মাথার ওপর চুল
চুলের ওপর রঙিন ফিতা
ঝুমকো লতা ফুল।
চোখের নিচে মুখ এঁকেছি
কানে মতির দুল
লম্বা নাকে পরিয়ে দিলাম
সোনালি নাকফুল।
হাতের সাথে পাও এঁকেছি
বুক এঁকেছি আর
আঙুল এঁকে তুলির আচড়
রঙের কী বাহার!
আঁকাআঁকি তুলির আচড়
শেষ করেছি সবই
তাকিয়ে দেখি ভাসছে চোখে
সুবহামণির ছবি।