আয় বন্ধুরা কইরে তোরা
শাপলা বিলে যাই,
লাল শাপলার ঐ ফুলের মালা
গলে পরবো তাই।
নিজের হাতে তুলবো আজি
নাই যে খুশির শেষ,
ঐ যে দেখ্ না একটু পরই
লাল শাপলাদের দেশ।
গাঁয়ের সকল ছেলেমেয়ে
যাচ্ছে দলে দল,
আর দেরি নয় জলদি তোরা
আমার সঙ্গে চল।
আয় বন্ধুরা কইরে তোরা
শাপলা বিলে যাই,
লাল শাপলার ঐ ফুলের মালা
গলে পরবো তাই।
নিজের হাতে তুলবো আজি
নাই যে খুশির শেষ,
ঐ যে দেখ্ না একটু পরই
লাল শাপলাদের দেশ।
গাঁয়ের সকল ছেলেমেয়ে
যাচ্ছে দলে দল,
আর দেরি নয় জলদি তোরা
আমার সঙ্গে চল।