অঢেল আলো সূর্যমামার
চাঁদের সাথে মিল
শর্তবিহীন আলো দিলেও
নেয় না চাঁদের বিল।
সেই আলোতেই আঁধার কাটে
ঝলমলে হয় রাত
উপকারের জন্যে চাঁদের
অনেক উদার হাত।
জেগে জেগে বিলায় আলো
নেই তাতে রাগ-ক্ষোভ
বাড়তি কিছু পাওয়ার আশায়
একটুও নেই লোভ।
স্নিগ্ধ মধুর নিটোল হাসি
দেয় ভরিয়ে বুক
হই তন্ময় তাকিয়ে দেখে
মিষ্টি চাঁদের মুখ।