ফুলবাগানে ছোট্ট পরী
করছে লুকোচুরি!
কত্তোবার শুনছে টুকি, ‘টুকি’
পাঁচ, দশ বা কুড়ি?
‘টুকি’ গুনে টুকিমনির দু’হাত
উঠলো গালে,
কোত্থেকে কে দিচ্ছে টুকি?
নিখুঁত তালেতালে?
চুপিচুপি আড়াল থেকে দিচ্ছে উঁকিঝুঁকি?
এই নাই, এ-ই আছে! আছে
রোদের আঁকিবুঁকি।
টুকি খুঁজছে আতিপাতি! ফুল চুলে ফুলপরী?
হাতে সাদা ফুলের ছাতি, ফ্রকে সোনার জরি,
ফ্রকের কুঁচি ধরে পরী বলছে হেসেহেসে,
‘টুকির কাছে এলাম হাওয়ায় ভেসে ভেসে!’
‘ভাব’ করি হ্যাঁ? আমরা দুই জনে!
ফুলবাগানে খেলবো আপন মনে,
সারাটি দিন ধরে খেলাধুলা করে,
ফিরবো মায়ের কোলে সন্ধ্যা হলে পরে।