বাবা ও ছেলে
বাবা : বুঝলি, লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না।
ছেলে : (একটু চিন্তা করে) থার্মোমিটার ও তো লেখা জানে না, তাও তো ওর ডিগ্রি আছে!
শিক্ষক ও ছাত্র
শিক্ষক : বলো তো রোম কখন তৈরি হয়েছিল?
ছাত্র : রাত্রে স্যার।
শিক্ষক : সে কী!
ছাত্র : কেন স্যার, আমাদের বইতে লেখা আছে যে, ‘রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে’।
পল্টু ও বল্টু
পল্টু : ‘সরি’ শব্দটা কি অদ্ভুত, তাই না!
বল্টুু : কেন?
পল্টু : সাধারণ মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ!
লেখা পাঠিয়েছে:
তোফাতুন জান্নাত লুবাবা
পঞ্চম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (বনশ্রী শাখা), ঢাকা।