ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে
ব্যাঙের হচ্ছে বিয়ে,
সাপগুলি যে সানাই সুরে
আসে ইষ্টি নিয়ে,
হাঁসের ছানা রান্না করে,
বেজি নাচে নূপুর পরে,
জামাই আসে কচু পাতার
ছাতা মাথায় দিয়ে।
ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে
ব্যাঙের হচ্ছে বিয়ে,
সাপগুলি যে সানাই সুরে
আসে ইষ্টি নিয়ে,
হাঁসের ছানা রান্না করে,
বেজি নাচে নূপুর পরে,
জামাই আসে কচু পাতার
ছাতা মাথায় দিয়ে।