১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৪৬

বরিশালে ডেঙ্গু রোগী বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ডেঙ্গু রোগী বেড়েছে

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি ডেঙ্গু রোগী ভর্তি আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৭ জনসহ মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৯৭ জন রোগী। চিকিৎসাধীন ৯৭ জনের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ২৮ জন এবং ৩২ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন এবং ৭ জন শিশু। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৮ জনসহ গত সোমবার চিকিৎসাধীন ছিল ৯২ জন রোগী। 

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৫ জন রোগী। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ১৯০ জন। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন। 

বরিশাল বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর