বছর শেষে বড়দিনের ছুটিকে কেন্দ্র করে হোটেলগুলোয় বুকিং দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন সংক্রমণের শঙ্কায় সারাবিশ্বে বিধিনিষেধ জোরদার হচ্ছে। ফলে পর্যটকরা তাদের দেওয়া বুকিংও বাতিল করছেন।
সম্প্রতি অনলাইনভিত্তিক হোটেল অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ট্রিভাগো এ তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বলেছে, এর ফলে আগে থেকে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের পুনরুদ্ধার কার্যক্রম আবারও হুমকির মুখে পড়তে পারে।
ট্রেভাগোর বরাতে জানা যায়, চলতি বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত ৩৫ শতাংশ হোটেল বুকিং বাতিল হয়েছে। এ ছাড়া ছুটিতে ভ্রমণের পরিকল্পনা কমেছে ১০ শতাংশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওমিক্রনের আশঙ্কায় খেলাধুলা ও বণিজ্য সম্পর্কীয় বিভিন্ন পার্টি ও অনুষ্ঠান স্থগিত হয়েছে। এর কারণে হোটেল বুকিংয়ে নিম্নমুখী ধারা দেখা গেছে। ওমিক্রনের প্রাদুর্ভাবের পর বড়দিনের ছুটিতে ভ্রমণ বেড়েছে মাত্র ৪ শতাংশ। মহামারীর আগে একই সময়ে এ হার ছিল ৩৪ দশমিক ৭ শতাংশ ছিল।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ