অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয় ব্যাংক (রাকাব) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের কন্ফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে রাকাব-এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টর মহাব্যবস্থাপক ফোরকান হোসেন স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাকাব প্রধান কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম, ঢাকা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপকের দায়িত্বে) লুৎফর রহমান এবং বাংলাদেশ ব্যাংক একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টর যুগ্ম পরিচালক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত