দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৮ টাকা। এতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ৭৮ হাজার ৮৪৮ টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাজুস বলছে, মঙ্গলবার থেকেই কার্যকর হবে নতুন দর। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বাড়ার কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হবে ৭৮ হাজার ৮৪৮ টাকায়, যা আগে ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা। এখন থেকে এই মানের সোনা কিনতে প্রতি ভরিতে খরচ হবে ৭৫ হাজার ৩৪৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা। এখন থেকে এই মানের সোনার প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। সনাতনী সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ২২৪ টাকা। নতুন দর অনুযায়ী এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়। তবে রুপার দাম পরিবর্তন হয়নি। এর আগে গত ২২ মার্চ সোনার দাম সামান্য কমে। ২০ দিন পর আবার দাম বাড়ল।