বাংলাদেশ ব্যাংকের চতুর্থতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট টানা ২৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তারা টানা ২৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুনের সূত্রপাত, তদন্ত সাপেক্ষে তা বলা যাবে বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।
এর আগে সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকের ৪ তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/আরাফাত