দেশের শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। ‘সাসটেইনেবিলিটি রেটিং ২০২১’-এ ব্যাংকটিকে এ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহের হাতে স্বীকৃতিমূলক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন গভর্নর ফজলে কবির।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাসের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।
সাসটেইনেবল ফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস (সিএসআর), গ্রিন রিফাইন্যান্স এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটির মতো চারটি সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এই রেটিং প্রকাশ করেছে। দেশের মোট ১০টি বেসরকারি ব্যাংক ও ৫টি এনবিএফআই সাসটেইনেবিলিটি রেটিং-২০২১-এ স্বীকৃতি পেয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত