ডিজিটাল প্লাটফর্মে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংক তাদের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
ন্যাশনাল ব্যাংক তাদের বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিধি বিধান অনুসরণ করে শেয়ার হোল্ডারদের জন্য গতকাল থেকে অনলাইনে ভোটগ্রহণ শুরু করে। শেয়ার হোল্ডারগণ অভূতপূর্ব
সাড়া দিয়ে ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ৬৪ শতাংশ ভোট প্রদান করে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তিন পরিচালক মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ও রণ হক সিকদার পদত্যাগ করে পুনঃনির্বাচনে প্রার্থী হন। তবে তাদের মধ্যে কেবল রণ হক সিকদার শেয়ার হোল্ডারদের মোট ভোটের ৮৭ দশমিক ৮৫ শতাংশ হ্যা ভোটের আস্থায় নির্বাচিত হন। অপরপক্ষে শেয়ার হোল্ডারদের না ভোটে মোয়াজ্জেম হোসেন ও মাবরুর হোসেন ব্যাংকের পরিচালক পদ হারান।
উক্ত বার্ষিক সাধারণ সভায় অন্যান্য আলোচ্যসূচির মধ্যে ব্যাংকের ২০২১ সালের গেল বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার সভা শেষে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করায় ব্যাংকের সকল শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন