ইরাকের বসরা টার্মিনাল থেকে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় শুক্রবার তেলের দাম কিছুটা বেড়েছে। তবে সুদের হার বৃদ্ধি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জ্বালানির চাহিদার রাশ টেনে ধরবে এমন সম্ভাবনা থাকায় এই সপ্তাহে তেলের দাম সার্বিকভাবে কমতির দিকেই ছিল। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৫১ সেন্টে বেড়ে দাঁড়িয়েছে ৯১.৩৫ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ট্রেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেলের দাম ৮৫.১১ ডলার স্থির হয়েছে, বেড়েছে ১ সেন্ট।
ডলারের আধিপত্যের কারণে অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কই সপ্তাহে প্রায় ২ শতাংশের নিচে ছিল। এর ফলে অন্য মুদ্রা ব্যবহার করে তেল ক্রয়কারীরা বিপাকে পড়ে।
ইরাকের বসরা তেল টার্মিনাল থেকে তেল রফতানি ধীরে ধীরে পুনরায় শুরু করা হচ্ছে। বন্দরে তেল ছড়িয়ে পড়ায় তেল রফতানি বন্ধ রাখা হয়েছিল। সেই ত্রুটি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে বসরা তেল কোম্পানি। বসরা বন্দরে চারটি লোডিং প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন বন্দর দিয়ে ১.৮ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা যায়।
বিডি প্রতিদিন/ফারজানা