ভারতের বেসরকারি এয়ারলাইনস ইনডিগো ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। রবিবার বেলা ২টা ৩৫ মিনিটে ১৭৭জন যাত্রী নিয়ে ইনডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মুম্বাইয়ের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ইনডিগো এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে চারদিন ঢাকা-মুম্বাই রুটে ইনডিগোর বিমান চলাচল করবে। সপ্তাহের শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ২টা ৩৫ মিনিটে ইনডিগোর ফ্লাইট মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মুম্বাই থেকে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং দুপুর ১টা ৩৫মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা-মুম্বাই রুটে ভাড়া (আসা-যাওয়া) ধরা হয়েছে ২৪ হাজার টাকা এবং ওয়ানওয়ে ১৫ হাজার টাকা।
এছাড়া ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং ঢাকা-দিল্লি রুটে ইনডিগোর ফ্লাইট চলাচল করছে। প্রতিদিন ইনডিগোর ১৮’শ ফ্লাইট ৯৬টি গন্তব্যে চলাচল করে। এর মধ্যে ৭১টি অভ্যন্তরীন এবং ২৫টি আন্তজার্তিক রুট।
বিডি প্রতিদিন/নাজমুল/সিই