চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রি কমে যাওয়ায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান নিশান।
খরচ সাশ্রয়ের এ পদক্ষেপ বাস্তবায়নে বিশ্বব্যাপী কোম্পানিটির ৯০০০ কর্মী চাকরি হারাবেন। সম্প্রতি দ্বিতীয় দফায় আয়ের পূর্বাভাস সংশোধন করেছে নিশান। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছরে আগের পূর্বাভাসের তুলনায় পরিচালন মুনাফা ৭০ শতাংশ কমে যেতে পারে।
নিশানের চিফ এক্সিকিউটিভ অফিসার এক্স হ্যান্ডলে জানিয়েছেন এই বছরের প্রথম ৬ মাস উত্তর আমেরিকার বাজারে কোম্পানির নেট মুনাফা ৯৩ শতাংশ পড়ে গিয়েছে।
প্রতিবেদন অনুসারে নিশান অনুমান করছে তাদের মোট ১২.৭ ট্রিলিয়ন ইয়েন মূল্যের গাড়ি বিক্রি হতে চলেছে, যা কিনা আগের পূর্বাভাস ১৪ ট্রিলিয়নের থেকে অনেকটাই কম। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে নিশান এখন সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য বাজারের সমস্ত ধরনের বদলের সঙ্গে খাপ খাইয়ে নেবে এই সংস্থা।
বিডি প্রতিদিন/নাজমুল