রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)-তে এক ছাদের নিচে চলা নির্মাণ, আবাসন ও বিদ্যুৎ বিষয়ক সামগ্রীর প্রদর্শনীর পর্দা নামল। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনব্যাপী চলা এ প্রদর্শনীর গতকাল ছিল শেষ দিন। শেষ দিনেও মেলায় দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া প্রদর্শনীর সময় সংশ্লিষ্ট শিল্প বিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীগুলো হলো- বিল্ড সিরিজ অব এক্সিবিশন বিষয়ক ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪, রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টর বিষয়ক ২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’, ওয়াটার প্রযুক্তি ও সমাধান বিষয়ক ‘ষষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪, বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক ২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪, ২১তম সোলার বাংলাদেশ ২০২৪ এবং ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪’।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, মেলায় পাঁচ শতাধিক বুথ নিয়ে ২০টি দেশের প্রায় ১৯৫টিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে। মেলায় আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, নির্মাণ খাতের ক্রেইন থেকে শুরু করে গৃহস্থালির ছোট্ট মেশিন ও ঘরের মেঝে পরিষ্কারের যন্ত্র পর্যন্ত প্রদর্শন করা হয়।
সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, শেষ দিনেও মেলায় দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। মেলায় পণ্য উৎপাদনকারী, বিপণন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ পণ্য তুলে ধরেছে তাদের বুথে। দর্শনার্থীরা বুথ ঘুরে ঘুরে সেসব দেখছেন। অনেকে আবার পছন্দের পণ্যটি নেওয়ার জন্য ওর্ডারও দিচ্ছেন। ক্রাউন করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের বুথে তাদের সেলস এক্সিকিউটিভ সাগর দাস বলেন, ক্রেতাদের সঙ্গে পরিচিত হতে মেলায় স্টল দেওয়া। এবারই প্রথম মেলাতে আসা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন এবং আমাদের পণ্যে আগ্রহ দেখাচ্ছেন। রাজধানীর খিলক্ষেত থেকে প্রদর্শর্নীতে এসেছেন আনাস আহমেদ। তিনি ফিল্টার মেশিন দেখছেন। তিনি বলেন, মেলা ঘুরে অনেক জিনিসপত্রই দেখলাম। আপাতত একটি পানির ফিল্টার কিনব। গৃহস্থালি ও বাড়ির নির্মাণ সামগ্রী নিয়ে বুথ দিয়েছে মানসি করপোরেশন। তাদের বুথে ড্রিল, ওয়াশ সামগ্রী থেকে শুরু করে সব পাওয়ার টুলস রয়েছে। প্রতিষ্ঠানটির সিনিয়র সেলস এক্সিকিউটিভ রুবেল হাওলাদার বলেন, গতবারের চেয়ে এবারের মেলায় উপস্থিতি বেশি। ক্রেতার সংখ্যাও বেশি। এখানে গৃহস্থালি পণ্য থাকার কারণে মানুষের তুলনামূলক উপস্থিতিও বেশি। মেলায় এমনই পরিবেশবান্ধব ব্লক ইট, পার্কিং টাইলস ইত্যাদি সব পণ্য তৈরি মেশিন নিয়ে প্রদর্শনীতে এসেছেন নিউ টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি কোম্পানি। কোম্পানিটি জার্মানি প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় তৈরি ব্লক ইট মেশিন তৈরি করছে। নিউ টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রোডাক্টগুলো সম্পর্কে কোম্পানিটির এক্সিকিউটিভ অফিসার অন্তর হোসেন সাগর বলেন, আমরা কনক্রিট ব্লক ও ব্রিকস তৈরির জন্য মেশিনারিজ তৈরি করে থাকি। আমাদের এই মেশিনের কিছু অংশ যেমন ইলেকট্রিকাল কোম্পনেন্ট ও মোটর দেশের বাহির থেকে আসে। এ ছাড়া সম্পূর্ণ মেশিন আমরা দেশে তৈরি করে থাকি।
বিডি প্রতিদিন/এমএস