মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং নতুন সৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশের মৎস্যখাতের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন অত্যন্ত জরুরি। নতুন পদগুলোতে দ্রুত নিয়োগ না হলে মৎস্য অধিদপ্তরে দক্ষ জনবল সংকট তৈরি হবে, যা সরাসরি দেশের মৎস্য খাতকে ক্ষতিগ্রস্ত করবে।
তারা আরও বলেন, এই বিলম্বের ফলে মৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে, যা ভবিষ্যতে বেকারত্বের হার বাড়াবে।
মানববন্ধনে মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম. কিবরিয়া বলেন, 'শিক্ষার্থীদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়িত হলে বেকার মৎস্যবিদদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। একইসঙ্গে মৎস্য চাষীদের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে।'