মাদারীপুরে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধি, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বিজয় উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বেলা ১১টায় সমাদ্দার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।
এসময় সহকারী তথ্য অফিসার মো. বেনজীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, সমাদ্দার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই