কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দা বাজার এলাকা থেকে হতে ক্রিস্টাল মেথ আইসসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকালে জানান, ১৩ মে রাতে র্যাব-১৫ ব্যাটালিয়ান সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের কক্সবাজার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউপির ৮নং ওয়ার্ডস্থ জিদ্দা বাজার এলাকায় অভিযান চালায়।
র্যাব ঘটনাস্থলে পৌছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে অপরাধীদের সাথে থাকা ক্রিস্টাল মেথ-আইস ৫৫৭ গ্রাম, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও নগদ ৪০৫০ টাাকাসহ ৩ জন’কে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্যারচর ইউপির আক্কাছ মিয়ার পুত্র আমির হোছেন (৫৪), কাকরা ইউপির মৃত কবির আহাম্মদের পুত্র জাফর আলম (৫০), লক্ষ্যারচর ইউপির আমির হোসেনের শিশু জাহিদুল আনাছ (১৬)।
চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করে মাদক কারবারি ও মাদক হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম