ভোলার চরফ্যাশনে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত জাফর ইমাম স্বপনের হত্যা মামলায় পিতাপুত্রসহ চার জনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসম অপর আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বুধবার এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চরফ্যাশন চৌকি আদালত, ভোলা এর বিচারক মো: শওকাত হোসাইন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল রাতে চরফ্যাশনের উত্তর ফ্যাশনে একটি বাড়িতে ডাকাতি হয়। পরদিন বিকালে জাফর ইমাম স্বপনকে ওই ডাকাতির সাথে জড়িত সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হত্যা করে।
দীর্ঘ তদন্তে উঠে আসে, নিহত জাফর ইমাম স্বপন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন এবং ঘটনার আগের দিনও এলাকায় একটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২৫ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তাকে মোটরসাইকেলযোগে তুলে এনে লতিফ মিয়ার হাটে নির্যাতন করা হয়। তাকে রশি দিয়ে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, পায়ের হাড় ভেঙে দেওয়া হয় এবং নৃশংস নির্যাতনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার তৎকালীন এসআই ছগীর মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৬ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ দশ বছর স্বাক্ষ প্রমাণ শেষে আদালত অভিযুক্তদের মধ্যে হাফেজ মনির উদ্দীন, তার ছেলে মো: ছাবিত, মোস্তফা জমাদার টুটুল এবং মো. জাভেদ মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেন ।
অপরদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় মো: নাজিম উদ্দীন বাবলু, নিরব, রিপন, রিপন মিয়া, মো. জাকির, মো. জুয়েল জমাদার, জুলফিকার আলী ভুট্টো এবং মো. মাকসুদুর রহমান-কে মামলা থেকে খালাস দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম