পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঘিরে অনিশ্চয়তা থাকলেও এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বুধবার (১৪ মে) দুই ধাপে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল ১০টায় বিমান ধরেন ১০ ক্রিকেটার, আর দ্বিতীয় দফায় সন্ধ্যা ৭টায় রওনা হন অধিনায়ক লিটন দাসসহ বাকি ৬ জন।
সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৯ মে, স্থানীয় সময় রাত ৯টায়।
এদিকে দলে থাকা তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা মুস্তাফিজ আগামী ১৮ মে ম্যাচ খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য বোর্ডে ছাড়পত্র (এনওসি) চেয়ে কোনো আবেদন করেননি।
বিডি প্রতিদিন/মুসা