সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট কমে চার হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট কমে যথাক্রমে ১০৪৭ ও ১৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯টি কোম্পানির, কমেছে ২৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির, কমেছে ১৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ছয় কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই