সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ট্রাম্প রিয়াদে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সৌদি যুবরাজ। বিমানবন্দর থেকে তার বিমানকে এসকর্ট করে আনে সৌদি এয়ারফোর্সের এফ-১৫ যুদ্ধবিমান। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত রাজকীয় ল্যাভেন্ডার কার্পেটে তাকে অভ্যর্থনা জানানো হয়।
আল-ইয়ামামা প্রাসাদে আয়োজিত এই অনুষ্ঠানে দুই নেতা তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি দলকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এবং কিছু শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা, যাদের মধ্যে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানও ছিলেন। এদের সঙ্গে সৌদি যুবরাজের পরিচয় করিয়ে দেন ট্রাম্প।
এমবিএস ও ট্রাম্পের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষে তারা অংশ নেবেন দিনব্যাপী সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে, যা ইতোমধ্যেই রিয়াদে শুরু হয়েছে।
এই সফরকে ট্রাম্প ‘ঐতিহাসিক ভ্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। এটি মধ্যপ্রাচ্যের চার দিনের সফরের প্রথম ধাপ।
এই বৈঠক ও ফোরাম ঘিরে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিপ্রতিদিন/কবিরুল