দেশের সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রকল্পে বিপুলসংখ্যক বিদেশি কর্মরত থাকায় তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বৃহস্পতিবার দেশি-বিদেশি শ্রমিক ও প্রকৌশলীদের নিরাপত্তা তদারকিতে গিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিদেশি শ্রমিকদের সঙ্গে কুশলবিনিময়ও করেন। গুলশানে জঙ্গি হামলার পর বিদেশিরা কর্মরত রয়েছেন এমন সব প্রকল্পের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়ার তাগিদ সৃষ্টি হয়। পদ্মা সেতু এলাকার নিরাপত্তায় গৃহীত পদক্ষেপে সেতুমন্ত্রী সন্তোষও প্রকাশ করেছেন। স্মর্তব্য, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর একটি চৌকস দলও কাজ করছে। ইতিমধ্যে বিশাল এই সেতুর ২২টি মূল পাইল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি নিয়মিতভাবে শিডিউল অনুযায়ী একঝাঁক দেশি-বিদেশি প্রকৌশলী, পদ্মা সেতুর টেকনিক্যাল পরামর্শক বিশেষজ্ঞ প্যানেল অব এক্সপার্ট ও দক্ষ শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সেতুমন্ত্রীর দেওয়া তথ্য মতে, ২১ জুলাই পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মূল কাজের ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে। সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ প্রায় ৮৫ ভাগ শেষ হয়েছে। পদ্মা সেতুতে রেল সংযোগও স্থাপন করা হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর বা খুলনা পর্যন্ত স্থাপিত হচ্ছে সরাসরি রেল যোগাযোগ। পদ্মা সেতুকে দেশবাসীর ভাগ্যোন্নয়নের সোনার চাবি হিসেবে অভিহিত করে সেতুমন্ত্রী বলেছেন, এ সেতু বাস্তবায়িত হলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই নদী সেতু ৪২টি পিলারের ওপর নির্মিত হচ্ছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি ২০১৮ সালেই খুলে দেওয়া সম্ভব বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন প্রকল্পে যেসব বিদেশি কাজ করছেন তারা আমাদের উন্নয়নের সাথী। তাদের নিরাপত্তায় আঘাত হেনে জঙ্গি নামের বিবেক বিক্রিতরা প্রকারান্তরে দেশের উন্নয়নকে বাধা সৃষ্টি করতে চায়। জাতি হিসেবে আমাদের অগ্রগতিকে রোধ করতে চায়। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সর্বাধিক সতর্কতার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
পদ্মা সেতুর নিরাপত্তা
ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্কতা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর