চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ও ট্রেইলার ধর্মঘটের অবসান হলেও কনটেইনার ও জাহাজ জটের ধকল রয়েই গেছে। এ ধকল কাটাতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার দেশের এই বৃহত্তম সামুদ্রিক বন্দরে ৪০ হাজারেরও বেশি কনটেইনারের জট ছিল। বহির্নোঙরে ছিল ১৬টি কনটেইনার জাহাজ। কয়েক দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যের বিপুল পরিমাণ কনটেইনার আটকা পড়ে। পণ্যবাহী এসব কনটেইনারের মধ্যে গার্মেন্টসহ বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল ছাড়াও বিপুল পরিমাণ পচনশীল খাদ্যপণ্যও রয়েছে। প্রাইমমুভার ও ট্রেইলার ধর্মঘট অবসানের পর শুক্রবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৩ হাজার কনটেইনার বন্দর থেকে ডেলিভারি নিলেও ওই সময়ে প্রায় সমসংখ্যক কনটেইনার বন্দরে খালাস হওয়ায় জটের খুব একটা হেরফের হয়নি। বন্দর কর্তৃপক্ষ কনটেইনার জট নিরসনের চেষ্টা চালাচ্ছেন এবং তাদের আশা কয়েক দিনের মধ্যেই বন্দরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কথায় কথায় ধর্মঘটে নামা বন্দর এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগে লাইটার জাহাজ ধর্মঘটে দেশের আমদানি-রপ্তানিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। প্রাইমমুভার ও ট্রেইলার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে যে কনটেইনার ও জাহাজ জট সৃষ্টি হয়েছে তাতে ব্যবসায়ীদের বেশি ভাড়া গুনতে হবে। পাঁচ দিনের ধর্মঘট শেষ পর্যন্ত শুক্রবার প্রত্যাহার হলেও এর ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকারান্তরে ভোক্তাদের পকেট থেকেই আদায় করা হবে। দেশের ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ধর্মঘট বিলাসিতার অবসান ঘটাতে হবে। যেসব কারণে ধর্মঘটের পথ বেছে নেওয়া হয় তা নিরসনে আগেভাগে উদ্যোগ নিতে হবে। প্রাইমমুভার ও ট্রেইলারে অতিরিক্ত পণ্য বহনের অজুহাতে সড়ক বিভাগের বাধা সৃষ্টির প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছিল। অতিরিক্ত পণ্য বহন যে সড়কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এ বিষয়ে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। যৌক্তিক কারণ ছাড়া নিছক হয়রানির জন্য প্রাইমমুভার ও ট্রেইলার চলাচলে বাধা সৃষ্টি যেমন বাঞ্ছনীয় নয়, তেমন যানবাহনে মাত্রাতিরিক্ত পণ্য বহনও কাম্য হওয়া উচিত নয়। এ বিষয়ে সব পক্ষ শুভবুদ্ধির পরিচয় দিলে অর্থাৎ নিয়ম মেনে চলার চেষ্টা করলে অনাকাঙ্ক্ষিত সংকট এড়ানো সম্ভব। সে দিকেই সবার দৃষ্টি থাকা উচিত।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা